Comments for Our Sherpur https://shop.oursherpur.com Sat, 27 Apr 2024 17:03:16 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.5.2 Comment on Chanar Payesh is a traditional best sweet of Sherpur by Md Daloare Hossain https://shop.oursherpur.com/product/chanar-payesh/comment-page-1/#comment-378 Sat, 27 Apr 2024 16:53:34 +0000 https://shop.oursherpur.com/?post_type=product&p=4704#comment-378 In reply to Jenish Farzana Tania.

শেরপুরের তুলশীমালা চাল দিয়ে শুরু করে মন্ডা, গুড়ের সন্দেশের পর ছানার পায়েসের ক্রেতা হওয়ার জন্য কৃতজ্ঞতা আপু।

]]>
Comment on Chanar Payesh is a traditional best sweet of Sherpur by Jenish Farzana Tania https://shop.oursherpur.com/product/chanar-payesh/comment-page-1/#comment-376 Sat, 27 Apr 2024 10:58:54 +0000 https://shop.oursherpur.com/?post_type=product&p=4704#comment-376 ছানার পায়েস শেরপুরের ঐতিহ্যবাহী খাবার হলেও আমার জানা ছিল না এর স্বাদ সম্পর্কে। আওয়ার শেরপুর এর নিয়মিত কাস্টমার হওয়ার সুবাদে ছানার পায়ের সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাই এবং স্বাদ নিই। খুবই মুগ্ধ হয়েছি এর স্বাদ গ্রহণ করতে পেরে। আমার হাজব্যান্ড ও মেয়েও মুগ্ধ হয়েছে। যেহেতু তুলশীমালা চাল, মন্ডা ও গুড়ের সন্দেশের নিয়মিত কাস্টমার হয়েছি তাই ছানার পায়েসেরও নিয়মিত কাস্টমার হওয়ার মাধ্যমে আমার আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করে তোলতে পারবো ইন শা আল্লাহ্।

শেরপুরের ছানার পায়েসের উত্তরত্তোর পরিচিতি পাক এবং জিআই পণ্যের মর্যাদা লাভ করুক সেই দোয়া ও শুভ কামনা রাখি। ছানার পায়েস নিয়ে তুলশীমালা চালের মতো বাজিমাত করুক আওয়ার শেরপুরের স্বত্বাধিকারী দেলোয়ার ভাই সেই দোয়া করি।

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Md Daloare Hossain https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-375 Sat, 27 Apr 2024 03:09:37 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-375 In reply to Khatun A Jannat Asha.

তুলশীমালা চাল আপনার সবচেয়ে পছন্দের জেনে আমি আনন্দিত। একই সাথে তৃপ্ত আপনার সাথে এই চালের পরিচয় তৈরি করতে পেরে। নতুবা হয়তো আন্টির থেকে তুলশীমালা চাল জানা হতো না আপনার। সবচেয়ে ভালো লেগেছো আপনার কলিজার টুকরা প্রথম সলিড খাবার দিয়েছেন এই চাল দিয়ে হয়েছে জেনে। কৃতজ্ঞতা আপু তুলশীমালা চালকে পছন্দের তালিকায় রাখার জন্য এবং সর্বক্ষেত্রে বাসায় ব্যবহার করার জন্য।

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Khatun A Jannat Asha https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-374 Fri, 26 Apr 2024 18:47:57 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-374 শেরপুরের জিআই পণ্য তুলসিমালা চালের বিফ বিরিয়ানি রেঁধেছিলাম আজকে, সাথে চিকেন রোস্ট। সুগন্ধী চালের মাঝে তুলসিমালা চাল আমার সবচেয়ে পছন্দ। এই চালের বিরিয়ানি খুব সফট আর ঝরঝরে হয়। আর এর স্মেল পেলেই ক্ষুধা কয়েক গুন বেড়ে যায় আমার।

তুলসিমালা চাল প্রথম চিনেছি আমি ২০২০ সালে Md Daloare Hossain ভাই এর মাধ্যমে। ভাইয়া ফেইসবুকে প্রতিদিন তুলসিমালা চালের বিশেষত্ব নিয়ে লিখতেন এবং উনার ক্রেতাদের থেকে ভিডিও রিভিউ নিতেন। এই চালের এতো এতো পজিটিভ ফিডব্যাক দেখেই তখন আমিও অর্ডার করি। এরপর থেকে অনেক বার এ পর্যন্ত দেলোয়ার ভাই এর তুলসিমালার ক্রেতা হয়েছি।

তবে মজার ব্যাপার হলো, আমি তুলসিমালাকে প্রথম ভাইয়ার থেকে চিনলেও, বাসায় অর্ডার করে আনার পর আম্মু বলেছিল, “আরে এই তুলসিমালা চাল তো আমাদের বাড়িতে চাষ করা হত আগে, আমরা সারাবছর তুলসিমালার বিরিয়ানি, খিঁচুড়ি, পায়েস এসব খেতাম।” এরপর থেকে তুলসিমালা চাল বাসায় শেষ হয়ে গেলেই আম্মু আমাকে ভাইয়ার থেকে অর্ডার করতে বলে।

কিছুদিন আগে এই বছরে তোলা নতুন চাল দেলোয়ার ভাই তার ভাগ্নের জন্য পাঠিয়েছিলেন। আহনাফ তো তার প্রথম সলিড খাবার শুরুই করেছে এই তুলসিমালার জাউ ভাত খেয়ে। আজকে আমরাও আহনাফের তুলসিমালা চাল থেকে কিছুটা ভাগ নিয়ে বিরিয়ানি রেঁধে খেলাম।

আজকের বিরিয়ানি একদম অন্য রকম মজা হয়েছে এটা বাসার সবাই বলেছে। আর বিশেষ করে নিজের রান্না আমার কাছে কখনোই পারফেক্ট লাগে না, সব সময় কোনো না কোনো খুঁত খুঁজে বের করি আমি। কিন্তু আজকের রান্না খেয়ে আমি নিজেই নিজেতে মুগ্ধ হয়েছি আর কি। তবে ক্রেডিট নিজেকে নাকি Our Sherpur এর তুলসিমালাকে দিব তা বুঝতে পারছি না।

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Md Daloare Hossain https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-371 Wed, 24 Apr 2024 17:14:05 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-371 In reply to Niger Fatema.

সেই ২০২০ সালে দেওয়া আপনার ভিডিও রিভিউ আমি যথা সম্ভব সর্বত্র দেখাই। সবসময় আমাদের ক্রেতা হয়ে থাকার জন্য কৃতজ্ঞতা।

]]>
Comment on Monda is a best sweet of Sherpur by Md Daloare Hossain https://shop.oursherpur.com/product/monda/comment-page-2/#comment-370 Wed, 24 Apr 2024 17:11:47 +0000 https://shop.oursherpur.com/product/farm-fresh-eggs/#comment-370 In reply to Jenish Farzana Tania.

আলহামদুলিল্লাহ্

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Niger Fatema https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-369 Wed, 24 Apr 2024 17:03:10 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-369 Md Daloare Hossain ভাইয়ার তুলসীমালার খিচুড়ি রান্না করলাম আজকে। অসাধারন মজা। খিচুড়ি সাধারণত আঠালো চালের মজা কিন্ত তুলসীমালা চালের খিচুড়ি টা ঝরঝরে হয়েছে এবং সাধ্ এবং গন্ধ দুটি অসাধারণ। বাসমতি চাল বা চিনিগুরা চাল খেলে আমার একটু গ্যাস ফর্ম হয় কিন্ত এই চালের খিচুড়ি খিয়ে কোনো গ্যাস ফরম হচ্ছে না।

শরীর টা গতকাল থেকে ভালো না কিন্ত ভাইয়ার চাল রান্না করবো মাথায় ছিল তাই রান্না করেই ফেললাম। সাথে ছিল খাসির মাংস।

]]>
Comment on Monda is a best sweet of Sherpur by Jenish Farzana Tania https://shop.oursherpur.com/product/monda/comment-page-2/#comment-366 Wed, 24 Apr 2024 13:19:02 +0000 https://shop.oursherpur.com/product/farm-fresh-eggs/#comment-366 বার বার মুগ্ধ হয়েছি মন্ডা খেয়ে ও খাইয়ে।

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Md Daloare Hossain https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-362 Sat, 20 Apr 2024 15:08:17 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-362 In reply to Jenish Farzana Tania.

সবসময় শেরপুরের তুলশীমালা চাল ব্যবহার করার জন্য কৃতজ্ঞতা আপু।

]]>
Comment on Tulshimala rice is one of the best rice in Bangladesh by Jenish Farzana Tania https://shop.oursherpur.com/product/tulshimala-rice/comment-page-4/#comment-361 Sat, 20 Apr 2024 15:04:52 +0000 https://shop.oursherpur.com/product/pulses-from-organic-farm/#comment-361 রোজার মাস যাচ্ছে। আমার কাছে রোজার মাসে Md Daloare Hossain ভাই এর তুলসিমালা চাল রোজার অন্য প্রয়োজনীয় জিনিসের মতোই গুরুত্বপূর্ণ। আগে আগেই ১০ কেজি চাল নিয়ে নিয়েছিলাম।

তুলসিমালা চাল ব্যবহার করে আমরা অনেকে এসিডিটি থেকে মুক্ত থেকেছি। রোজার মাসে পোলাও, খিঁচুড়ি, পায়েস যেকোন কিছুতেই আমার তুলসিমালা চাল ভালো লাগে। এ চালটা ব্যবহারের পর থেকে আমি অন্য চাল ব্যবহারে স্বাচ্ছন্দ্য লাভ করিনা। তাই দেলোয়ার ভাই কে মাঝে মাঝেই জ্বালাই এ চালের জন্য। বাচ্চাদের খাবারের জন্য ও চালটা দারুণ।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা চালের সাথে আমাদের পরিচয় করানোর জন্য।

]]>